My Poetry

সেও চলে যায়

চোখের সামনে রাত চলে যায়
ছোটকালে পারতাম, এখন পারি না আগের মতোন উবু হয়ে শুতে, টেবিলের পাশে বসে থাকতে হয়...,
আমাকে আমাকে খুজতে হয়।
দেরিদা ভালো লাগে না, ফুকোর ফাকিবাজিও, নজরুল আমাকে টানে না,কবি রবীন্দ্রনাথও।
হুমায়ুন আজাদ
ফেল, তসলিমা নাসরিনও। আমাকে উত্তেজিত করতে পেরেছেন বাঙালি কবি লালন,
টেবিলের পাশে বসে পড়ে যাচ্ছি।
চোখের সামনে রাত চলে যায়
চোখের সামনে সেও চলে যায়, চোখের সামনে সেও চলে যায়...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Fabourite Blogs